কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

চ্যানেল আই প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৫:২৮

গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির মূল্য প্রায় ২৫ শতাংশ বৃদ্ধির ওপর ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা ১৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ আদেশের ফলে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির বর্ধিত মূল্য কার্যকরে আপাতত আইনী বাধা রইল না।

হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে ওয়াসার করা আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মো.নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেয়।

আজ ভার্চুয়াল শুনানিতে ওয়াসার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে গত ২২ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন। এরপর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও