ভারতের অরুণাচলে দেখা মিলল ১২৯ বছর পুরোনো সাপের

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৩:০৫

১২৯ বছর আগে শেষ দেখা গিয়েছিল। ধরেই নেওয়া হয়েছিল বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রজাতির সাপ। কিন্তু অরুণাচলের দেরাদুনের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার’ একদল গবেষক ফের দেখা পেলেন অসম কিলব্যাক প্রজাতির সাপের। ১৮৯১ সালে প্রথম ‘আসাম কিলব্যাক’ সাপের দেখা পান ব্রিটিশ চা-ব্যবসায়ী স্যামুয়েল এডওয়ার্ড পিল।

আসমের শিবসাগর থেকে দু’টি পুরুষ সাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। একটি রাখা হয় কলকাতার ‘জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়, অন্যটি পাঠানো হয় লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে। তারপর থেকে আর ‘হেবিয়াস পিয়েলি’ প্রজাতির এই সাপের দেখা মেলেনি। ২০১৮-এর সেপ্টেম্বরে হঠ্যাৎ দেখা মিলল সাপটির, অসম-অরুণাচল সীমান্তের কাছে। ১২৭ বছরের ব্যবধানে এক বাঙালি চিত্রগ্রাহক তথা পশুপ্রেমীর ক্যামেরায় ধরা দিয়েছিল অসম কিলব্যাক। যার বৈজ্ঞানিক নাম 'হার্পেটোরিয়াস পিলি'।

ডব্লিউআইআই-এর একটি দল ‘অবর অভিযান’-এর পথ ধরে ইতিহাস ফিরে দেখার অভিযানে বেরিয়েছিল। আর সেই পথেই দেখা মিললো এই সাপের। পোবার ঝোপঝাড়ে ভরা জলাভূমিতেই মিলল এই সাপ, যা ১২৯ বছরে দেখা যায়নি!’ শুধুমাত্র আসামে, একটিবার দেখা মেলায় ওই সাপটির চলতি নাম দেওয়া হয়, 'আসাম কিলব্যাক'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও