কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৩৬ বছর বয়সেই আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতের মেনন

আইসিসি আম্পায়ারদের বাৎসরিক মূল্যায়ন শেষে ২০২০-২০২১ মৌসুমের এলিট প্যানেলে ঠাঁই হয়েছে মেননের। বাদ পড়েছেন ৬২ টেস্ট পরিচালনা করা ইংলিশ আম্পায়ার নাইজেল লং।আম্পায়ারদের পারফরম্যান্স পর্যালোচনায় বিবেচনায় নেওয়া হয় তাদের মাঠের সিদ্ধান্ত, রিভিউয়ে বদলে যাওয়া সিদ্ধান্তের হার, মাঠে তারা নিজেদের কিভাবে মেলে ধরেন, এরকম আরও কিছু মানদন্ড। প্রতিটির জন্য আলাদা পয়েন্ট ও র‍্যাঙ্কিং পদ্ধতি আছে।ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে হিসাব করলে, রিভিউয়ে সবচেয়ে বেশি সিদ্ধান্ত বদলে গেছে নাইজেল লংয়ের (৩৬.২ শতাংশ)। আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক জেফ অ্যালারডাইস, সাবেক ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার, দুই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ও ডেভিড বুনের সমন্বয়ে গড়া কমিটি এবারের পারফরম্যান্স পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছে মেননের অন্তর্ভুক্তি ও লংয়ের বাদ পড়া। এলিট প্যানেলে ভারত থেকে এর আগে জায়গা পেয়েছিলেন কেবল শ্রীনিবাস ভেঙ্কাটারাঘবন ও সুন্দরম রবি। ভেঙ্কাটারাঘবন অবসরে গেছেন অনেক আগেই। রবি এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন গতবছর।মেনন অবশ্য এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগেই তিনটি টেস্ট পরিচালনা করেছেন। পাশাপাশি আম্পায়ারিং করেছেন ২৪ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন