কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি হলেও রিপোর্ট প্রকাশ হয় না’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ জুন ২০২০, ২১:০১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিবছরই এ ধরনের লঞ্চ ডুবির ঘটনা ঘটছে। লঞ্চ দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হলেও তদন্তের রিপোর্ট কখনও প্রকাশিত হয় না। এ সব দুর্ঘটনায় দোষীদের কোনও বিচার হতে দেখা যায় না। বিচারহীনতার ফলে প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

সোমবার (২৯ জুন) দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের আমির এই অভিযোগ করেন। এদিন রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে ৩০ জনের লাশ উদ্ধার এবং অজ্ঞাত সংখ্যক লোক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এ বিবৃতি দেন ডা. শফিকুর রহমান।

তিনি নিহতদের মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। যথাযথ তদন্তের মাধ্যমে লঞ্চ ডুবি ঘটনার কারণ উদঘাটন করে তার প্রতিকার এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ডা. শফিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও