কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিঃশর্ত ক্ষমা চাইল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৯:২২

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ এর মধ্যেও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ায় ঢাকা শিক্ষাবোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

শোকজের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ঢাকা টাইমসকে বলেন, 'মহামারির মধ্যেও ভর্তি পরীক্ষা নেয়ায় স্কুল কর্তৃপক্ষের জবাব পেয়েছে বোর্ড। বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে সিদ্ধান্তের বিষয়টি আগামীকাল নেয়া হবে।' তবে ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী ধরনের শাস্তি নেয়া হবে তা ঠিক করতে আগামীকাল শিক্ষাবোর্ডের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা রয়েছে।

সেখানে শোকজের জবাব পর্যালোচনা এবং অভিভাবক, শিক্ষকদের সঙ্গে বোর্ড কর্মকর্তারা কথা বলবেন। প্রসঙ্গত, গত শনিবার ভর্তি পরীক্ষা নেয় শিক্ষা প্রতিষ্ঠানটির মালিবাগ শাখা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর পরদিন শিক্ষাবোর্ড স্কুল কর্তৃপক্ষকে একদিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। সোমবার স্কুল পরিদর্শকের কাছে এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে শোকজের জবাব দেয় কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে