কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিশাল ভাস্কর্য বানালো লাটভিয়া

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৬:২৬

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে বিশাল এক ভাস্কর্য তৈরি করেছে ইউরোপের দেশ লাটভিয়া। সম্প্রতি দেশটির রাজধানী রিগায় জাতীয় জাদুঘরের সামনে ২০ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়। এটি তৈরি করেছেন দেশটির প্রখ্যাত ভাস্কর্য শিল্পী এইগার্স বিকসে।

ভাস্কর্যটিতে দেখা যায়, ঘাড়ে স্টেথোস্কোপ, শরীরে সাদা অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরিহিত একজন নারী চিকিৎসক তার দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন।

ভাস্কর্যটি তৈরি করা প্রসঙ্গে বিকসে জানান, মূলত জীবনের ঝুঁকি নিয়ে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীরা অভিভূত করেছে তাকে। তাই তাদের সম্মানে দীর্ঘ তিন মাসের প্রচেষ্টায় এটি তৈরি করেছেন তিনি। এদিকে বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিশাল ভাস্কর্য বানিয়ে নিজের দেশসহ গোটা বিশ্ব থেকে প্রসংশিত হয়েছেন বিকসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও