জীবনধারণের জন্য আমরা নানা পেশায় কাজ করি। এরমধ্যে কিছু কাজ আছে যেগুলো মানুষের কাজে স্বপ্ন রাজ্যের মতো। আর সে কাজের সুযোগ পাওয়ার জন্য এবং পাওয়ার পর সবাই তাদের দিকে আগ্রহ নিয়েই দেখে। দেখতেই হবে, তাদের কাজই যে এমন, কী এমন কাজ? যেমন যারা মিডিয়াতে কাজ করেন, বিশেষ করে উপস্থাপক বা অভিনয় শিল্পী অথবা বিমানবালা। এদের কাজের প্রয়োজনে প্রতিদিনই কম-বেশি মেকআপ করতে হয়। এদের জন্য দেখতে সুন্দর লাগা যেমন জরুরি, তেমনই সুন্দর থাকাটাও একই রকমভাবে প্রয়োজন।
তবে প্রতিদিন মেকআপ করলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে রয়েছে, ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ, ব্রণ, দাগ, অ্যালার্জি।
এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বাড়ি বসেই ট্রাই করতে পারেন এই ফেসপ্যাকটি। এজন্য সপ্তাহে অন্তত একদিন করে যত্ন করলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।
যা লাগবে
বেসন ২ টেবিল চামচ
লেবুর রস ৫ ফোঁটা
দুধ ২-৩ টেবিল চামচ
প্রয়োজনমতো পানি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.