কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দুই মাসের লম্বা সফরের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে পাকিস্তান ক্রিকেট দল

বিশ ক্রিকেটার আর ১১ জন টিম স্টাফকে নিয়ে দুই মাসের লম্বা সফরের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে পাকিস্তান ক্রিকেট দল। কোভিড-১৯ টেস্টে আরেকবার নেগেটিভ ফলাফল আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন হাফিজ-রিয়াজ'রা। এদিকে, যাত্রার আগে সফরে ভালো ফলাফল করতে ভক্তদের পাশে থাকতে বলেছেন স্কোয়াডের সদস্যরা। পাকিস্তানের ক্রিকেটার আর কোভিড মিলিয়ে মোটামুটি একটা নাটকই দেখলো ক্রিকেট বিশ্ব। নেই কোনো সিম্পটম, তারপরও ফলাফল পজিটিভ হাফিজ-ফখর-হাসনাইনদের। যদিও প্রাণঘাতী করোনা হাসিখেলার বিষয় নয়, তারপরও ব্যক্তিগত পর্যায়ে টেস্টে প্রফেসরের ফলাফল নেগেটিভ আসায় কিছুটা হাস্যরসই সৃষ্টি হয়েছিল। পাশাপাশি শঙ্কা জেগেছিল বাকি ৯ জনের ফলাফলের নির্ভুলতা নিয়েও। তবে আপাতত সেসব কিছুই অতীত। ৯২'এর বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির খবর, অবশেষে ইংল্যান্ডের বিমানে ওঠা। যদিও যাত্রার তারিখটা হওয়ার কথা ছিল পাক্কা একমাস পর, ২৮ জুলাই। তবে মহামারির সময়টায় পৌঁছেই মাঠে নামার অনুমতি নেই, থাকতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। তাই আগেভাগেই রওনা দেয়া। অধিনায়ক আজহার আলীর সঙ্গে আরও ১৯ ক্রিকেটার, স্টাফ ১১ জন, সব মিলিয়ে ৩১ জনের বহর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন