ম্যাচ জিতলেও পার্টি হতো, হারলেও হতো: গুল
ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের পেসার উমর গুল। বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। প্রথম আসরেই আইপিএল মন ছুয়েছে গুলের। ম্যাচ হারলে বা জিতলেও, হোটেলে পার্টির ব্যবস্থা থাকতো বলে জানান গুল। খেলোয়াড়দের চাঙ্গা রাখতেই শাহরুখ এমন ব্যবস্থা করতেন বলে জানালেন করেছেন গুল।
অনলাইন আড্ডায় নিজের প্রথম আইপিএলের অভিজ্ঞতা তুলে ধরেছেন গুল। আইপিএলের প্রথম আসর থেকে অনেক কিছুই শিখেছিলেন তিনি। তাই আইপিএলকে মিসও করেন গুল। শাহরুখের দলে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে গুল বলেন, ‘প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাকালাম ১৫০ রানের বেশি করেছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমি খুবই উত্তেজিত ছিলাম। কারণ ভারতের প্রচুর পাকিস্তানি সমর্থক রয়েছে। সব অর্থেই আইপিএল ছিল অন্য ধরনের একটা টুর্নামেন্ট। আইপিএল অনেকটা উৎসবের মতো ছিল। প্রথমবার এরকম একটা লিগ হয়েছিল। আমরা প্রথমে চিন্তায় ছিলাম। কিন্তু খুব দ্রুত আমাদের সবার কাছে প্রিয় হয়ে যায় লিগটি। আমরা সবাই প্রথম আসরটি খুব উপভোগ করেছিলাম।’
কলকাতার হয়ে খেলাটা মাঠের মধ্যে বেশি উপভোগ্য ছিল না, মাঠের বাইরে বেশ উপভোগ্য ছিলো বলে জানান গুল। তিনি বলেন, ‘খেলার শেষে হোটেলে বড় পার্টি হতো। সেটাও ছিল খুবই আকর্ষণীয়। কেকেআর এর পার্টির তুলনা হয় না। কারণ কেকেআর এর মালিক ছিলেন শাহরুখ খান। ম্যাচ জিতলেও হতো, হারলেও পার্টি হতো। খেলার শেষে ব্র্যান্ড এবং স্পন্সরদের জন্য ছবি তোলা হতো। অসাধারণ এক সময় আমরা উপভোগ করেছি।’
বড়-বড় খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম বা হোটেলে কাটানো সময় থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন গুল। তিনি বলেন, ‘দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল। অনেক কিছু শিখতে পেরেছিলাম। চোখের সামনে দেখেছি রিকি পন্টিংয়ের মতো সুপারস্টারের জীবনযাত্রা কেমন, তারা কি করে। পেশাদারিত্ব কাকে বলে, আইপিএল থেকেই তা শিখেছি।’