যৌতুক দাবি ও ভ্রূণ হত্যা: পারুলের মামলায় প্লাবনের ভাই কারাগারে
যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের করা মামলার প্রধান আসামি রেজাউল করিম প্লাবনের ছোট ভাই এস এম নিজাম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রোববার এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
শুক্রবার রাতে কুড়িগ্রামের চিলমারী থেকে মামলার প্রধান আসামি রেজাউল করিম প্লাবনের ছোটভাই নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানার পুলিশের একটি টিম। রোববার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ।
রিমান্ড আবেদনে বলা হয়, আত্মগোপনে থাকা মামলার মূল আসামি প্লাবনকে গ্রেপ্তার করতে আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এদিকে আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। এ সময় আদালত মামলার বাদীর বক্তব্য শোনেন। পাশাপাশি বাদীপক্ষের আইনজীবীরা আসামির জামিন আবেদন বাতিল করে রিমান্ড প্রার্থনা করেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আসামি নিজাম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেওয়া হয়।
আদালতে মামলার বাদী সাজিদা ইসলাম পারুলের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার, আবদুর রহিম ও জনি বড়ুয়া। আসামিপক্ষে ছিলেন অমূল্য কুমার মজুমদার।
২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয় সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুলের। বিয়ের পর যৌতুকের দাবিতে পারুলকে শারিরীকভাবে নির্যাতন করা হয়। মারধরের কারণে তার গর্ভের ভ্রূণও নষ্ট হয়ে যায়। এরপর যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে গত ১১ মে রাজধানীর হাতিরঝিল থানায় প্লাবন, তার দুই ভাই ও বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেন পারুল।