রেলওয়ের মালামাল চুরির দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৫:২৯
পাহাড়তলী থেকে রেলওয়ের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৮ জুন) দুপুরে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) বাদি হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাতে আটককৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও মো. আলমগীর।
আরএনবির পাহাড়তলী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে রেলওয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই তিন চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‘জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছেন, পাহাড়তলীর সেল ডিপুর ইনচার্জ উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুসের সহযোগিতায় তারা মালামাল চুরি করছিলেন।’
তাদের নামে মামলা দায়ের হওয়ার পর এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান রেজওয়ানুর রহমান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১ বছর আগে