![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/06/online/facebook-thumbnails/dorothy-samakal-5ef8384005a72.jpg)
লেবাননে মার্কিন রাষ্ট্রদূতের ওপর আদালতের নিষেধাজ্ঞা
সমকাল
প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১২:২৭
হিজবুল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়ে গেছেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শেয়া। শনিবার গণমাধ্যমের সঙ্গে ওই রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবাননের একটি আদালত।