বড়াইগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ
আরটিভি
প্রকাশিত: ২৭ জুন ২০২০, ২১:১৯
নাটোরে বড়াইগ্রামের গুড়–মশৈল এলাকায় সোয়া এক কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ইট-খোয়া-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।
পুরাতন ভাঙা বিল্ডিংয়ের সিমেন্ট যুক্ত ইট এবং পোড়া কালো রঙের ফাঁপা ইটের আধলা দিয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার গুড়–মশৈল মসজিদ থেকে বেলালের বাড়ি পর্যন্ত এক হাজার ২৫০ মিটার সড়ক পাকা করার জন্য এক কোটি ১৪ লাখ ৩১ হাজার ১৮৫ টাকা বরাদ্দ দেয়া হয়।
নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কনস্ট্রাকশনের নামে কাজটি বরাদ্দ হলেও কাজ করছে ঠিকাদার মিলন। প্রায় এক বছর বক্স কেটে ফেলে রাখার পর সম্প্রতি রাস্তাটির কাজ শুরু হলে নিম্নমানের মিঠা আধলা (অর্ধেক) আকারের ইটের খোয়া ও মাটি যুক্ত বালি দিয়ে কাজ করার অভিযোগ উঠে।