চাঁদের বুড়ির বাড়ি নাকি নোয়াখালী!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৭:১৭

দূর আকাশে দেখতে পাওয়া চাঁদের বুড়ি নাকি নোয়াখাইল্যা! আগে এমনই দাবি ছিলো নোয়াখালী অঞ্চলের মানুষদের।

কিন্তু বৃহত্তর নোয়াখালী অঞ্চল ভেঙে কয়েকটি জেলা হয়ে যাওয়ায় তৈরি হলো নতুন জটিলতা। ফেনী, মাইজদী আর লক্ষ্মীপুর- তিন জেলার মানুষই নিজেদের এলাকার বলে দাবি তুলছেন চাঁদের বুড়িকে!

শুধু দাবি জানিয়েই ক্ষান্ত নন, এর পক্ষে আছে নানারকম যুক্তি-তর্ক। তবে শেষ পর্যন্ত চাঁদের বুড়ির আসল ঠিকানা কোন জেলার মানুষ অর্জন করবে, সেটি জানা যাবে আসছে ঈদে। এমন গল্প নিয়ে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা অরণ্য আনোয়ার। নাম ‘চান্দের বুড়ি নোয়াখাইল্যা’!

মজার এ নির্মাণটি কোরবানির ঈদে প্রচার হবে আরটিভিতে।

এর অন্যতম চরিত্রগুলোতে অভিনয় করেছেন নোয়াখালী অঞ্চলের তিন অভিনেত্রী তারিন জাহান, ফারজানা ছবি ও হোমায়রা হিমু। আরও আছেন আরফান আহমেদ, জামিল হোসেন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘নোয়াখালী অঞ্চলের মানুষরা সাধারণত নিজেদের ঐতিহ্য আর কৃতিত্বের গল্প তুলে ধরতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কিছু মজার ঘটনা আমরা পাই। এই নাটকটিও তেমন প্রেক্ষাপটে তৈরি। এখানে লক্ষ্মীপুর, ফেনী, ভোলা ও নোয়াখালী সদরের মানুষদের গল্প ও জীবন উঠে আসবে। তারা প্রত্যেকেই চাঁদের বুড়িকে নিজের অঞ্চলের বলে দাবি করেন। কারণ, এটা অনেক বড় ক্রেডিট। পুরোটাই মজার একটি গল্পে তৈরি। মজার সঙ্গে রয়েছে বার্তাও।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও