পরিবারে করোনার হানা, উৎকণ্ঠায় সময় পার করছেন তামিম

এনটিভি প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৫:৪৫

নভেল করোনাভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবারে। মা নুসরাত ইকবাল ও বড়ভাই নাফিস ইকবালসহ তাঁর নিকাটাত্ময়ীরা করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার অন্ত নেই দেশ সেরা ওপেনারের। একইসঙ্গে ক্রিকেটের সতীর্থদের নিয়েও চিন্তায় তামিম। কারণ সম্প্রতি দেশের ক্রিকেটের বেশ কয়েকজন করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও।

এমন কঠিন অবস্থায় তামিম চান, দ্রুতই করোনা শেষ হোক, স্বাভাবিক হোক জনজীবন। সব খেলার সঙ্গে মাঠে ফিরুক ক্রিকেটও। এনটিভি অনলাইনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওয়ানডে অধিনায়ক।

তবে করোনার আঘাতটা পরিবারে আসার শঙ্কা অনেকের মতো ছিল তামিমের মধ্যেও। কিন্তু সে শঙ্কা যখন সত্যি হয়, তখন মানসিকভাবে ধাক্কা খান অধিনায়ক। তিনি যখন করোনাকালে ঢাকায় নিজের বাসায়, তখন চট্টগ্রামে পারিবারিক বাসস্থানে মা ও ভাই নাফিস ইকবালসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

বিষয়টি কতটা পীড়াদায়ক, সেটা উঠে এসেছে তামিমের কথায়। প্রতি মুহূর্তে তামিমের চিন্তা তাঁর পরিবার নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও