কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশালে ডেকোরেটর ব্যবসায়ীকে ‘কুপিয়ে’ হত্যা

সমকাল প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৪:০৭

বরিশাল নগরী সংলগ্ন বাবুগঞ্জে লোকমান হোসেন সিকদার (৪০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লোকমান মাধবপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মোসলেম সিকদারের ছেলে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ বিন আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অজ্ঞাত কয়েকজন যুবক লোকমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। তিনি দৌড়ে মাধবপাশা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। পূর্ব শত্রুতার বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ওসি ধারণা প্রকাশ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. আলমগীর শনিবার বেলা ১টার দিকে জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও