কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিক্রি করা হচ্ছে চে গুয়েভারার অ্যাপার্টমেন্ট

আরটিভি প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১০:৪৯

গত শতকের আলোচিত বামপন্থী বিপ্লবী নেতা এরনেস্তো চে গুয়েভারা আর্জেন্টিনার শহর রোসারিওতে যে অ্যাপার্টমেন্টে জন্ম নেন তা বিক্রির জন্য তোলা হচ্ছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, বাড়িটির বর্তমান মালিক ফ্রান্সিকো ফারুগিয়া জানিয়েছেন, ২ হাজার ৫৮০ বর্গ ফুটের অ্যাপার্টমেন্টটি তিনি ২০০২ সালে কিনেছিলেন। এটি সিটি সেন্টারে অবস্থিত একটি নিও-ক্লাসিক্যাল কাঠামোর বিল্ডিংয়ে তৈরি। অ্যাপার্টমেন্টটিতে কালচারাল সেন্টার করার ইচ্ছা ছিল তার। কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেননি।

গত কয়েক বছরে অনেক বিখ্যাত ব্যক্তি এই অ্যাপার্টমেন্টটি দেখতে এসেছেন। এর মধ্যে উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট জোসে পেপে মুজিকা ও কিউবার প্রয়াত কিংবদন্তি বিল্পবী নেতা ফিদেল কাস্ত্রোর সন্তানেরা ছিল। আরও এসেছিলেন চে’র অন্যতম বন্ধু আলবার্তো গ্রান্দোস। গত শতকের পঞ্চাশের দশকে তরুণ চিকিৎসক চে যখন মোটরসাইকেলে চড়ে দক্ষিণ আমেরিকা জুড়ে চিকিৎসা দিয়ে বেড়াতেন তখন সঙ্গে থাকতেন গ্রান্দোস। ২০১১ সালে তিনিও না ফেরার দেশে চলে যান।

চে গুয়েভারা ১৯২৮ সালে উচ্চ মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের মানুষের দারিদ্র্য ও ক্ষুধা তার মনে গভীর দাগ কাটে। অর্থনৈতিক বৈষম্য গুঁড়িয়ে মানুষকে মুক্তি দিতে বেছে নেন বিপ্লবের পথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও