কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার বিল পাস, ভেটোর হুমকি ট্রাম্পের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুন ২০২০, ০৯:২১

পুলিশে সংস্কার এনে একটি বিল যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার রাতে পাস হয়েছে। তবে বিলটির শেষ পরিণতি কী হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধিত্বকারী ডেমোক্রেট ও রিপাবলিকান নেতারা বিলটির পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়ায় দেখা দিয়েছে জটিলতা। পুলিশের বিপক্ষে যাওয়ায় এ বিলে ভেটোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান শ্বেতাঙ্গ পুলিশের হাতে বর্বর নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা গেলে আন্দোলনে ফেটে পড়ে দেশটির জনগণ। জাতিগত বৈষম্যের অভিযোগ এনে পুলিশ বিভাগে সংস্কার ও অর্থায়ন বন্ধের দাবি জানায় আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত এই ইস্যুতে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র পুলিশে সংস্কার বিষয়ক একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটিতে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় তার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, পুলিশের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিকার চেয়ে মামলা করার সুযোগ থাকছে। এছাড়া পুলিশের ক্ষমতার অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন অনুসন্ধান পরিচালনা ও কিছু পুলিশ সদস্যকে কমিউনিটিতে বদলির প্রস্তাব দেয়া হয়েছে। এজন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।

মূলত জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দেশব্যাপী নাগরিক অধিকারবিষয়ক সংগঠনগুলোর ব্যাপক আন্দোলনের ফলে পার্লামেন্টে এ-সংকান্ত বিল আনতে বাধ্য হয় ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্র পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের একজন ডেমোক্রেট সদস্য জিম ম্যাকগভার্ন। তিনি বলেন, বর্তমানে একজন শ্বেতাঙ্গের তুলনায় তিনগুণ কৃষ্ণাঙ্গ মারা যাচ্ছে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও