গালওয়ান সীমান্তে ভারত-চীন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনার পর থেকেই চীনা পণ্য বাতিল এবং চীনা নাগরিকদের ভারতে থাকা নিয়ে উত্তাল হয়েছে দেশের একাধিক এলাকা। এবার সেই আবহে দিল্লির প্রায় ৩ হাজারটি হোটেলে চীনা নাগরিকদের বুকিং দেয়া হবে না এমনটাই জানিয়ে দিল দিল্লি হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন।
চীনা দ্রব্য বয়কটের পাশাপাশি মঙ্গলবারই এই সিদ্ধান্ত নেয় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। এই অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপ খান্ডেলওয়াল বলেন, ‘চীনারা আমাদের সব কিছু নয়। আমরা তাদের ছাড়াও বাঁচতে পারি। আইন কেউ নিজের হাতে তুলে নিচ্ছে না। কিন্তু চীনাদের চিন্তা করা উচিত এই বিষয়টি নিয়ে। যুদ্ধ এবং ব্যবসা তো একসাথে চলতে পারে না।’
লকডাউনের ফলে পর্যটন ব্যবসা বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে হোটেল ব্যবসা। তবে ভারত-চীন পরিস্থিতি দীর্ঘমেয়াদি নয় বলেই মনে করছেন তিনি। সন্দীপবাবু স্পস্ট করে বলেন, ‘সব কিছু সরকারের নীতি এবং দেশগুলির মধ্যে সম্পর্কের উপর নির্ভর করছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.