ব্যবস্থাপকসহ ৫ জনের করোনা: নরসিংদীর ইসলামী ব্যাংক প্রধান শাখা বন্ধ ঘোষণা
নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের। এছাড়া তাদের সংস্পর্শে আসা আরও ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী ব্যাংক নরসিংদী শাখা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিন দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া ব্যাংকটির শাখা বন্ধ ঘোষণা করেন। সেইসঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.