পুরনো গণিত সমাধান করেই এমআইটির অধ্যাপক হলেন তরুণী

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৮:৩২

যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েট পর্যায়ের একজন ছাত্রী তার অবসর সময়ে ৫০ বছর পুরনো একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন এক সপ্তাহের কম সময়ে। লিসা পিচিরিলো টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার সময় কনওয়ে নট বা কনওয়ের গিঁট সমস্যার সমাধান করেন।

বৈজ্ঞানিক খবরের ওয়েবসাইট কোয়ান্টাকে দেয়া এক সাক্ষাৎকারে পিচিরিলো জানান সমস্যাটি সমাধান করে সেটি সম্পর্কে খুবই স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণিতবিদ ক্যামেরন গর্ডনের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এসময় তিনি উত্তেজিত হয়ে চিৎকার করা শুরু করেন। অধ্যাপক বলেন, 'তুমি এটি নিয়ে আরো উত্তেজিত না কেন? তিনি পাগলের মত হয়ে যান।'

কনওয়ে নট সমস্যা ১৯৭০ সালে ব্রিটিশ গণিতবিদ জন হর্টন কনওয়ে উত্থাপন করেন, তবে পিচিরিলো ২০১৮ সালে প্রথমবার এই সমস্যার কথা জানতে পারেন। অধ্যাপক গর্ডন বলেন, 'আমার মনে হয় পিচিরিলো কত পুরনো, স্বীকৃত এবং বিখ্যাত একটি সমস্যার সমাধান করেছে, সেসম্পর্কে তিনি জানেন না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে