৫০ বছর পুরনো গাণিতিক সমস্যা এক সপ্তাহে সমাধান করে আলোচনায় যে নারী
সমকাল
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৮:১৪
৫০ বছর পুরনো একটি গাণিতিক সমস্যার সমাধান এক সপ্তাহের কম সময়ে করে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েট পর্যায়ের একজন ছাত্রী। তার নাম লিসা পিচিরিলো । অবসর সময়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার সময় তিনি 'কনওয়ে নট' বা কনওয়ের গিঁট সমস্যার সমাধান করেন
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গণিত ও গণনা
- সমস্যা সমাধান