কর্মীদের করোনা ভীতি–কর্মে অনীহা, হাসপাতালে শয্যা বরাদ্দ চায় রেলওয়ে

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৭:১৮

গণপরিবহন চালুর পর থেকে রেলের কর্মীরাও মাঠে কাজ করছেন। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত লোকজনের অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। এতে পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে পড়ছে। এর ফলে কর্মচারীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে এবং কর্মে অনীহা দেখা দিচ্ছে।

সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ এমন পরিস্থিতির কথা জানিয়ে তাদের দুটি হাসপাতালে কর্মীদের জন্য ৩০টি শয্যা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। কর্তৃপক্ষ মনে করছে, চিকিৎসার সুব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা গেলে কর্মীদের ভয় কমবে, কাজে আগ্রহ তৈরি হবে।

স্বাস্থ্য অধিদপ্তরকে ১৪ জুন প্রথম চিঠি দেয় রেল কর্তৃপক্ষ। একই চিঠি পুনরায় দেওয়া হয়েছে গতকাল বুধবার। চিঠিতে রেলের অনেক কর্মী করোনায় আক্রান্ত বলে উল্লেখ করা হলেও সংখ্যা বলা হয়নি। রেলওয়ে সূত্র বলছে, তারাও এখন পর্যন্ত প্রকৃত তথ্য পায়নি। তবে ধারণা করা হচ্ছে, রেলের শতাধিক কর্মী করোনায় আক্রান্ত। শিগগিরই পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও