![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/26/cf88623a7e4bf798b69c88c029d0022d-5e5612627ec25.jpg?jadewits_media_id=656581)
এমপি পাপুলকে ২১ দিনের জন্য জেলে পাঠিয়েছেন কুয়েতের অ্যাটর্নি জেনারেল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ০১:১১
মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। কুয়েতের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে দেশটির কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের এই সংসদ সদস্যকে রাখা হবে বলে জানিয়েছে কুয়েতের সংবাদপত্র আরব টাইমস...