পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১২:২৪

করোনাভাইরাসের কারণে আটকে থাকা  সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা  পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী নভেম্বরের মধ্যে নেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। বুধবার  এমনটাই জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যাদের আবেদন করা আছে, তারা যখনই পরীক্ষা হবে তখনই তারা পরীক্ষা দিতে পারবে। অবস্থা যদি আগেই ভালো হয়ে যায়, তবে তো সেপ্টেম্বর বা অক্টোবরেই অন্যান্য পরীক্ষাগুলো নেয়া যাবে। প্রতিমন্ত্রী বলেন, বিসিএসের লিখিত পরীক্ষাটা সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। আমরা আশা করি, অবস্থার পরিবর্তন হলে বিসিএস পরীক্ষাটা নভেম্বরের মধ্যেই নিতে পারব। তবে সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও