ম্যাকে নিজেদের তৈরি প্রসেসর ব্যবহার করবে অ্যাপল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৮:৩৭

ম্যাক কম্পিউটার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অনলাইনে অনুষ্ঠিত ডাব্লুডাব্লুডিসি ইভেন্টে বলা হয়েছে, ম্যাকে ইন্টেলের প্রসেসরের বদলে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার করবে তারা।

আগামী দুই বছরের মধ্যে নতুন সব ম্যাক কম্পিউটারই অ্যাপলের চিপসহ বাজারে আসবে। তবে সিলিকন চিপ ব্যবহার শুরুটা চলতি বছর থেকেই শুরু হবে।

অ্যাপল জানিয়েছে, তাদের তৈরি সিলিকন চিপ তৈরি প্রসেসর ব্যাটারির ক্ষয় কমাবে। জিপিইউয়ের পারফর্মেন্সও ভালো হবে। তাই আরো শক্তিশালী অ্যাপ ও ভিডিও গেমস তৈরি করতে পারবেন অ্যাপল ডেভেলপাররা। সর্বপ্রথম কোন হার্ডওয়্যারে অ্যাপলের সিলিকন চিপ দেখা যাবে তা জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও