কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাখো মুসল্লির হজে এবার সুযোগ পাবেন এক হাজারেরও কম লোক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৯:৪২

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। তবে প্রতি বছর যেখানে এ হজে বিশ্বজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন, সেখানে এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এক হাজারেরও কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, করোনা পরিস্থিতির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।

বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও