এবার হচ্ছে না সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৯:০২

করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট পরিস্থিতির কারণে এবার বাগেরহাট সদরের লাউপালায় গোপাল জিউর মন্দিরে দেশের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা হচ্ছে না।

সনাতন ধর্মাবলম্বী প্রায় সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা ও মাসব্যাপী মেলা মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এবার প্রথমবারের মতো তা আর হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও লাউপালায় গোপাল জিউর মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা কমিটির সভাপতি অমিত রায়।

তিনি বলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্তের কারণে এবার সারা দেশে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা ও মেলা হচ্ছে না। তবে আমরা সবাই করোনা স্বাস্থ্যবিধি মেনে জিউর নাটমন্দিরে পুরোহিতসহ কয়েকজন পূজা-অর্চনা করে করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও