পশ্চিমবঙ্গে বিয়ার সরবরাহ করতে যাচ্ছে অ্যামাজন, অনলাইনে অর্ডার

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৭:২৯

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে লকডাউনের জেরে চরম সঙ্কটে পড়েছিল মদ ব্যবসা। ভারতের অনেক রাজ্যেই রাজস্ব আদায় হ্রাস পেয়েছিল।

বেকায়দায় পড়েছিল মাদকাসক্তরা। পরে লকডাউনের মধ্যে নানা জায়গায় কাউন্টার খুললেও লাইনে দাঁড়ালে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে এবার তাদের জন্য সুসংবাদ দিচ্ছে অ্যামাজন। অনলাইনে অর্ডার করলেই বিয়ার ও ওয়াইন পাওয়া যাবে।

মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ভারতে মদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। ফলে ভারতের কোটি কোটি টাকার মদ শিল্প উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে। আলিবাবার মুদি দ্রব্যের সংস্থা বিগবাস্কেটকেও মদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই দুই সংস্থা পশ্চিমবঙ্গে বাড়িতে বাড়িতে মদ সরবরাহ করবে।

জানা গেছে, এ ব্যাপারে অ্যামাজন পশ্চিমবঙ্গ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকারও এ ব্যাপারে একটি নোটিশ জারি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এ ব্যাপারে অ্যামাজন কোনো বিবৃতি প্রকাশ করতে অস্বীকার করেছে। অ্যামাজন গত কয়েক বছরে পুরো ভারতে ই-কমার্স ব্যবসা ছড়িয়েছে। তারা ভারতে ৪৯ হাজার দু'শ ৪৭ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও