একদিনে শনাক্ত এক লাখ ৩৮ হাজার, মৃত্যু ৩৮৮০

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৮:১৬

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। বিশ্বজুড়ে এখনো চলছে এই ভাইরাসের তাণ্ডব। প্রতিদিনই শনাক্ত হচ্ছে লাখেরও বেশি মানুষ। গত একদিনেও বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮০ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৮৬ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৯ লাখ ৩৬ হাজার ৭৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

সোমবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। একদিনে এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত হয়েছে ৫ হাজার ৩ শতাধিক। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু ২১ হাজার ৮২৫ ও আক্রান্ত এক লাখ ৮০ হাজারের বেশি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৭৪৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫১ হাজার ৪০৭ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ১১ হাজার। করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৩৬৩ জনের মৃত্যু দেখলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও