কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ম্যান সিটি ম্যাচের আগে করোনা থাবা বসায় আর্সেনালে

১৭ জুন প্রিমিয়ার লিগ ফিরেছে মাঠে। করোনাভাইরাস পরবর্তী খেলা শুরুর দিনেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি-আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটির আগে কোভিড-১৯ রোগ ধরা পড়েছিল আর্সেনালের এক খেলোয়াড়ের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির খবর, খেলোয়াড়ের নাম জানা না গেলেও আক্রান্ত খেলোয়াড়ের সঙ্গে আরও দুজনকে আইসোলেশেনে পাঠানো হয়েছে। তিন মাস পর মাঠে ফেরে আর্সেনাল। ফেরাটা অবশ্য সুখকর হয়নি, ইতিহাদের ম্যাচটি হারে ৩-০ গোলে। দাভিদ লুইজের লাল কার্ড ও শিশুসুলভ ভুলে কঠিন একটি ম্যাচ কেটেছে গানারদের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রস্তুতিতে তিনজন খেলোয়াড় অনুপস্থিত। দ্য অ্যাথলেটিক ডটকম নামের এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবর, ম্যান সিটি ম্যাচের আগে আর্সেনালে করোনায় আক্রান্ত হয়েছেন একজন, কিন্তু ওই খেলোয়াড়ের কাছাকাছি থাকায় আরও দুজনকে আইসোলশনে রাখা হয়েছে। আর্সেনাল অবশ্য আক্রান্ত কিংবা অন্য দুই খেলোয়াড়ের নাম জানায়নি। প্রিমিয়ার লিগের প্রোটোকল মেনে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখন। এই তিনজনের করোনা পরীক্ষা ‘নেগেটিভ’ আসায় ম্যান সিটি ম্যাচের আগে অনুশীলনের অনুমতি মিলেছিল। কিন্তু পরে করোনা ধরা পড়ে একজনের। গত মার্চে করোনা ধরা পড়েছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। সাবেক এই মিডফিল্ডার করোনা জয় করে প্রথমবার ডাগআউটে দাঁড়ানোর আগেই পেয়েছিলেন দলে করোনার থাবা বসানোর দুঃসংবাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন