বরিশালে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন

বণিক বার্তা প্রকাশিত: ২২ জুন ২০২০, ২২:২০

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টায় আগুন লাগে। এসময় ওয়ার্ডটির রোগীরা আতঙ্কে দিগবিদিক ছুটতে থাকেন। তবে হাসপাতালের স্টাফরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৈদ্যুতিক হিটারে পানি গরম করতে গিয়ে শর্টসার্কিটে এমন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নেভানো হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স মো. রাজিব জানান, সন্ধ্যার পর ওয়ার্ডের সামনের অংশে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে সর্বত্র অন্ধকারাচ্ছন হয়ে পড়ে। এসময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন রোগী আহত হয়েছেন। শর্টসার্কিটের কারণে এমন ঘটেছে। তবে ঘটার পরপরই মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা ওয়ার্ডের আসপাশে থাকা একাধিক ব্যক্তি জানান, হঠাৎ সেখানকার রোগীদের চিৎকার শোনা যায়। তারা আগুন আগুন বলে হাসপাতালের সামনে মাঠে নেমে আসেন। বিদ্যুৎ না থাকায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। যদিও এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে করোনা রোগীদের ওয়ার্ডে প্রবেশের অনুরোধ জানায়।

এ ব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, হিটারের মাধ্যমে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ওয়ার্ডটিতে দ্রুত পানি গরমের ব্যবস্থা করা প্রয়োজন।

ওয়ার্ডটিতে করোনা আক্রান্ত ৯০ জন রোগী ছিলেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও