কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান-জরিমানা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ২২:২৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও