প্রিয়জনদের মাঝে দূরত্ব কমিয়ে আনতে প্রিয় উন্মুক্ত করেছে নতুন ফিচার ‘লুপ’। ফিচারটি ব্যবহার করে প্রতিমুহূর্তে প্রিয়জনের অবস্থান জানা যাবে।
ফিচারটির বিষয়ে 'প্রিয়'র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, অনেক সময়ই সন্তানরা বাসার বাইরে বের হলে বাবা মায়েরা দুশ্চিন্তায় থাকেন। কিংবা কাজের প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে অনেক দূরে থাকতে হয়। ঠিকমতো তাদের খোঁজও অনেক সময় নেয়া সম্ভব হয় না। অনেকে প্রবাসে থাকেন, কিন্তু বাবা-মা, স্ত্রী-পরিবার-পরিজন থাকেন দেশে। যখন-তখন চাইলেও হয়তো ফোন করা সম্ভব হয় না।
প্রিয়জনদের এই দূরত্ব ঘুচাবে ‘লুপ’। তিনি বলেন, 'প্রিয়’র মোবাইল অ্যাপ থেকে আপনজনদের ‘লুপ’ করলে আপনি যেমন তাদের অবস্থান দেখতে পাবেন, তেমনি তারাও আপনার অবস্থান দেখতে পাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.