অক্সিজেনসহ বসুন্ধরার ২ হাজার শয্যার আইসোলেশন চলমান রয়েছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৫:৫৪

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই হাজার শয্যার আইসোলেশন সেন্টার চলমান। যেখানে প্রয়োজনীয় সরবরাহ এবং রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া হয়।সোমবার (২২ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও বলেন, ‘আপনাদেরকে আরেকটি তথ্য জানাই, বসুন্ধরা কনভেনসেন সেন্টারে ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার চলমান আছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে। সেখানে করোনায় আক্রান্ত যারা আইসোলেশনের জন্য ভর্তি হচ্ছেন, তাদেরকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া যায়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতালে করোনা রোগীদের ভর্তির ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে এ হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে, মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা রোগী ভর্তির ব্যবস্থা চলমান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও