পিরোজপুরে সাত দিনেও একটিও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি
পিরোজপুরে গত সাত দিনে নমুনা পরীক্ষার একটিও রিপোর্ট আসেনি। করোনা পরীক্ষার জন্য গত ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত জেলার মোট ৭৪৬ জনের নমুনা বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। তবে এসব নমুনার পরীক্ষার কোনো রিপোর্টই এখও আসেনি। এতে দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন নমুনা দেওয়া মানুষগুলো।
জেলার সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী জানান, সাত দিন আগে জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ১৩৪ জন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে তিনজনের। সাতদিন ধরে কোনো রিপোর্ট না আসায় জেলায় করোনা রোগীর নতুন সংখ্যাও নির্ণয় করা যাচ্ছে না। জেলার করোনা পরিস্থিতির উন্নতি বা অবনতি সম্পর্কেও কিছুই আচ করা যাচ্ছে না।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রঞ্জন অধিকার জানান, গত বুধবারের পর থেকে সদর উপজেলায় প্রতিদিনই নমুনা সংগ্রহ করা হলেওেএ পর্যন্ত পাওয়া যায় নি কোনো রিপোর্ট। এতে নতুন বা পুরাতন রোগীদের করোনা আছে কি-নেই তা নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং সে কারণে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়াও বন্ধ থাকছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।