কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষকদের অনলাইনে ক্লাস নেয়ার প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৪:১২

দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তত ১০ হাজার শিক্ষককে বিনামূল্যে অনলাইনে ক্লাস নেয়ার প্রশিক্ষণের আয়োজন করেছে কোডার্সট্রাস্ট বাংলাদেশ ও দৈনিক শিক্ষাডটকম। প্রশিক্ষণার্থী শিক্ষকরা এরই মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কোডার্সট্রাস্ট বাংলাদেশ জানিয়েছে, প্রতি সপ্তাহে ৪৫০ জন শিক্ষক অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছেন। শনিবার অনলাইনে পাঠদানের ওপর ভার্চ্যুয়াল এ প্রশিক্ষণের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এরইমধ্যে অনলাইন পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। ঠিক এই সময়ে শিক্ষকদের প্রশিক্ষণের এ উদ্যোগ কাজে লাগবে। অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে আমাদের আলোচনা চলছে।

শিক্ষকদের বিনামূল্যে অনলাইনে ক্লাস নেয়ার প্রশিক্ষণ বিষয়ে কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমদ বলেন, আগামী দিনের শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা অর্জন প্রয়োজন হবে। আর সেসব দক্ষতা তাদের কাছে পৌঁছে দিতে অনলাইন মাধ্যমের কোনো বিকল্প নেই। কোডার্সট্রাস্ট প্রতিষ্ঠার শুরু থেকেই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের কাজ করে যাচ্ছে।

সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম শিক্ষার্থীদের ব্লকচেইন-রোবটিক্সের মত আধুনিক বিজ্ঞানের বিভিন্ন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সকলের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে সরকার। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য এ ধরনের ফ্রি প্রশিক্ষণ শুরু করায় কোডার্সট্রাস্ট এবং দৈনিক শিক্ষাডটকমকে ধন্যবাদ জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও