ভারতে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের চারটিই চীনের
লাদাখের গলওয়ান সীমান্তে চলমান ঘটনা নিয়ে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক উঠেছে। রাস্তায় চীনা স্মার্টফোনও ভাঙতে দেখা যাচ্ছে। কিন্তু দেশটির পক্ষে কি চীনা পণ্য বর্জন সম্ভব? চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতে শীর্ষ মোবাইল ব্র্যান্ডের পাঁচটির মধ্যে চারটিই ছিল চীনের।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ বলছে, বাজার শেয়ার ৩০ শতাংশ নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে শাওমি। অন্য ব্র্যান্ডগুলোর মধ্যে ভিভো ১৭, স্যামসাং ১৬, রিয়েলমি ১৪ এবং অপ্পো ১২ শতাংশ বাজার দখল করে রেখেছে। অর্থাৎ শুধু স্যামসাং-ই দক্ষিণ কোরিয়ার।
ভারতের বাকি ১১ শতাংশ স্মার্টফোন বাজারেও চীনের আধিপত্য। ট্রানশান লিমিটেড, ওয়ানপ্লাসসহ আরো কিছু নামি-বেনামী চীনা মোবাইল ব্র্যান্ডের চল রয়েছে দেশটিতে।
বিশ্লেষকদেরা মনে করেন, একটা জাতীয়তাবাদী আবেগ থেকে চীনা পণ্য বর্জন করতে বলা হচ্ছে। কিন্তু সেটা ভারতে এতো সহজেই সম্ভব হয়ে উঠবে না। কারণ ব্র্যান্ড চীনের হলেও স্মার্টফোনের ক্ষেত্রে বেশিরভাগই উৎপাদন ও সংযোজন হয় ভারতে। যেখানে এর সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জাড়িয়ে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.