খুব শিগগির গানের জগতেও সুইসাইড হবে, বিস্ফোরক সোনু নিগমের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১০:২৭

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগ উঠে আসছে। তবে শুধু বলিউডের অভিনয় জগতে নয়। সংগীত জগতে ও স্বজনপোষণ চলে আসছে দিনের পর দিন। এমনকি বলিউডের সংগীত জগত দু’জন মাফিয়ার দাঁড়া চালিত হয় বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন গায়ক সোনু নিগম। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই অভিযোগ এনেছেন গায়ক।

সোনুর কথায়, আপনারা খুব শিগগিরই মিউজিক ইন্ডাস্ট্রি থেকেও আত্মহত্যার খবর পাবেন। গায়কের এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো নড়েচড়ে বসেছে বিনোদন জগৎ। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু হয়েছে। একজন অভিনেতার মৃত্যু হয়েছে। আগামীতে এই একই ঘটনা ঘটবে একজন গায়ক বা গীতিকার বা সঙ্গীত পরিচালকের সঙ্গে। কারণ সংগীত জগতে বড় বড় মাফিয়া বসে আছে দুর্ভাগ্যবশত।

তিনি আরো বলছেন, সংগীত জগতে শুধুমাত্র দু’জনের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। তারা কোম্পানির মালিক। তারা চাইলে কাউকে দিয়ে গাওয়ান আবার কাউকে দিয়ে গাওয়ান না। সোনুর পোষ্টের কমেন্ট থেকে জানা যায় অনেকেই সন্দেহ করছেন এই দুই কোম্পানি হলো টি সিরিজ, জি মিউজিক, অথবা ইয়াশরাজ ফিল্মস মিউজিক।

সোনুর অভিযোগ এদের জন্যই প্রচুর নতুন প্রতিভা সেভাবে সুযোগ পাচ্ছেন না বলিউডে কাজ। তিনি বলছেন, আমি সৌভাগ্যবান যে আমি অনেক ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসি। আমি বিষয়টা থেকে বেরিয়ে গেছি। গত ১৫ বছরে আমার আর গান গাওয়া সেরকম ইচ্ছে নেই। আমি নিজের মতো করে নিজের জগতে ভালো আছি। কিন্তু নতুন শিল্পী কম্পোজার এবং গীতিকারদের চোখে আমি সেই ফ্রাস্ট্রেশন দেখেছি। তারা কখনো কখনো হাউ হাউ করে কেঁদেছে। নাম না করে সোনু নিগাম সালমান খানের দিকে অভিযোগ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন সুশান্ত এর মৃত্যুর জন্য যে অভিনেতার দিকে আঙুল তোলা হচ্ছে তিনি অরিজিত সিংয়ের সঙ্গেও একই কাজ করেছেন। ২০১৬ সালে সালমান তার ছবি সুলতান থেকে অরিজিতের গাওয়া একটি গান বাদ দিয়েছিলেন। কারণ একটি অ্যাওয়ার্ড শো তে অরিজিতের আচরণ নাকি তার পছন্দ হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও