কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্লেনের ভেতর ৩৮ মৃত কুকুর ছানা, তদন্তে নামছে কানাডা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২২ জুন ২০২০, ০৮:৪২

কানাডার টরন্টো বিমানবন্দরে ইউক্রেনের একটি বিমানে ৫০০টি কুকুর ছানা পাওয়া গেছে। যার মধ্যে ৩৮টি ছিল মৃত। এ ব্যাপারে তদন্ত করা হবে বলে শনিবার কানাডার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে, ফ্রেঞ্চ বুলডগ জাতের কুকুরগুলো কানাডায় বেশ জনপ্রিয়। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই প্লেনে কুকুরগুলোকে গত ১৩ জুন অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। এই বিষয়ে কানাডার খাদ্য পরিদর্শন সংস্থা একটি বিবৃতিতে জানায়, তদন্তের পর তারা পরবর্তী পদক্ষেপ নেবে।

এই বিষয়ে কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফের শিক্ষক স্কট বিসে বলেন, কানাডায় কুকুর ছানা বিক্রি করা আকর্ষণীয় একটি কাজ। বেশিরভাগ ক্রেতাই মনে করে কুকুরগুলো কানাডায় জন্ম নেয়া। তবে আসলে তারা জানেন না যে এই কুকুরগুলো কোথা থেকে আসে। ওই কুকুর ছানাগুলো একটি ৩ থেকে ৪ হাজার ডলারে বিক্রি করা হলে ৫০০ টি থেকে অনেক অর্থ উপার্জন করা যেতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও