You have reached your daily news limit

Please log in to continue


ভারতে একদিনেই আক্রান্ত ১৫৩৭২, মৃত্যু ৪২৩

ভারতে রোববার নতুন করে আরও ১৫ হাজার ৩৭২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একদিনের হিসাবে এটাই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এছাড়া এই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু চারশত অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২৩ জন মারা গেছেন করোনায়। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩ হাজার ৬৯৫ জনে। আর মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৬ হাজার ৯১০ জনে। তবে নতুন সংক্রমণ ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৩২ হাজার ৭৫ জন। রোববার নতুন করে আরও ১৮৭ জন মারা যাওয়ায় মহারাষ্ট্রে এই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার অতিক্রম করল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ১৭০ জন। মুম্বাইয়ে নতুন করে আরও এক হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১০ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৩০ জন। আর মৃত ৬৩ জন। এ নিয়ে রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৯ হাজার ৭৪৬ জনে, মৃত ২ হাজার ১৭৫ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন