ব্রিটেনে ছুরি দিয়ে এলোপাতাড়ি সন্ত্রাসী হামলায় ৩ জন নিহত

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২১ জুন ২০২০, ২৩:৫৩

ব্রিটেনে পুলিশ বলছে, লন্ডনের পশ্চিমে রেডিং শহরে কয়েকজন ব্যক্তির ওপর ছুরি দিয়ে আক্রমণের ঘটনাকে তারা এখন সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে।

শনিবার সন্ধ্যায় শহরের একটি পার্কে এক ব্যক্তি ছুরি দিয়ে নির্বিচারে হামলা চালালে তিনজন নিহত এবং আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়। পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ব্রিটেনে এরকম হামলার ঘটনা ঘটলো।

কী হয়েছে?

শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের কাছে একটি টেলিফোন কল আসে। তাদেরকে বলা হয় যে শহরের কেন্দ্রে ফরবারি পার্কে বেশ কয়েকজন ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। সাথে সাথেই পুলিশ ছুটে যায় সেখানে। ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার।

প্রাথমিক খবরে বলা হয় তিন ব্যক্তি হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের হাসপাতালে পাঠানোর জন্য ফরবারি পার্কের কাছেই আরেকটি পার্কে দুটো এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

কিন্তু শেষ পর্যন্ত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। তাদের অবস্থাও গুরুতর।

লরেন্স ওয়ার্ট নামের একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে ছিলেন, তিনি বিবিসিকে বলেছেন হামলার সময় পার্কে প্রচুর লোক ছিল।

“অনেক মানুষ পার্কে বসে পান করছিল। একজন এসে জোরে চিৎকার করতে করতে একদল লোককে ছুরি মারতে চেষ্টা করে।”

“তিনজনকে ছুরি মারে এবং তারপর ঘুরে আমার দিকে আসতে থাকে। তখন আমরা দৌড়াতে শুরু করি। যখন সে বুঝতে পারে যে আমাদের ধরতে পারবে না, তখন সে বসে থাকা আরো কিছু লোকের ওপর হামলা চালায়। এর পর সে পার্ক থেকে দৌড়ে পালিয়ে যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও