প্রিয়’র নতুন ফিচার ‘লুপ’

computerbichitra.com প্রকাশিত: ২০ জুন ২০২০, ২২:৪৪

প্রিয়জনদের মাঝে দূরত্ব কমিয়ে আনতে প্রিয় উন্মুক্ত করেছে নতুন ফিচার ‘লুপ’। এখন আপনার কাছের মানুষ যত দূরেই থাকুক না কেন, এই ফিচারটি ব্যাবহার করে প্রতিমুহূর্তে তাদের অবস্থান জানতে পারবেন।

এ বিষয়ে প্রিয়’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন বলেন, অনেক সময়ই সন্তানরা বাসার বাইরে বের হলে বাবা মায়েরা দুশ্চিন্তায় থাকেন। কিংবা কাজের প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে অনেক দূরে থাকতে হয় অনেকের, ঠিকমতো তাদের খোঁজও অনেক সময় নেওয়া সম্ভব হয় না। অনেকে প্রবাসে থাকেন, কিন্তু বাবা-মা, স্ত্রী-পরিবার -পরিজন থাকেন দেশে। যখন-তখন চাইলেও হয়তো ফোন করা সম্ভব হয় না। প্রিয়জনদের এই দূরত্ব ঘুচাবে ‘লুপ’। প্রিয়’র মোবাইল অ্যাপ থেকে আপনজনদের ‘লুপ’ করলে আপনি যেমন তাদের অবস্থান দেখতে পাবেন, তেমনি তারাও আপনার অবস্থান দেখতে পাবে। দূরত্ব দেখানোর পাশাপাশি ‘লুপ’ এ থাকা ম্যাপের মাধ্যমে একদম নিখুঁতভাবে অবস্থান সম্পর্কে জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও