কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রেমের ফাঁদে ফেলেন স্ত্রী, মুক্তিপণ আদায় করেন স্বামী

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ জুন ২০২০, ০০:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- চট্টগ্রামের সন্দীপ থানার সাতঘরিয়া গ্রামের মো. আল আমিন ও ইরা ইসলাম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে এ ধরণের কার্যক্রম চালাচ্ছে। অপহরণে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে।

তবে অন্যতম কৌশল হিসেবে ব্যবহৃত হতো প্রেমের ফাঁদ। আটক ইরা মিষ্টি কণ্ঠের মাধ্যমে রাসেলের মতো যুবকদের ফাঁদে ফেলতেন। এরপর অপহরণ ও মুক্তিপণ আদায় করতেন ইরার স্বামী আল-আমিন। অপহৃত যুবক রাসেল জানান, ১১ জুন চিটাগাং রোড থেকে তাকে অপহরণ করে চক্রের সদস্যরা। পরে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে একটি ফ্ল্যাটে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও