কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২০ জুন ২০২০, ২৩:৫০

১৪ বছর আগে মারা যাওয়া স্ত্রী দীপ্তি লোহানীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। শনিবার (২০ জুন) রাত ১০টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। রাত ৯টা ৩৫ মিনিটে জন্মস্থান উল্লাপাড়ার সোনতলা গ্রামে এসে পৌঁছায় কামাল লোহানীর মরদেহ। এরপর স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পুলিশের একটি দলও এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়। তাঁরা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভির ইমাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান প্রমুখ। রাত ১০টার দিকে সোনতলা করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফনের আগে প্রয়াতের ছেলে সাগর লোহানী বলেন, কামাল লোহানী মৃত্যুর পর তাঁর দেহ দান করে দিতে চেয়েছিলেন। কিন্তু করোনার সংক্রমণ নিয়ে মৃত্যুর কারণে তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। তবে তিনি চেয়েছিলেন আলাদা করে কবর খুঁড়ে যেন জায়গা নষ্ট করা না হয়। তাঁর ইচ্ছা অনুযায়ীই বাবা মুসা লোহানী ও মা রিজিয়া লোহানীর কবরের পাশে স্ত্রী দীপ্তি লোহানীর কবরে দাফন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও