সুস্থ হয়ে উঠছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২০ জুন) সন্ধ্যায় সাড়ে ছয়টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থাও ভালোর দিকে। একইসঙ্গে গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিনে বসে লিখছেন, ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ সংক্রান্ত একটি আর্টিকেল।
শনিবার (২০ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফোন করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কথা বলতে পারি না বেশি। সুস্থ হয়ে উঠছি। দেশবাসীর কাছে দোয়া চাই। লেখালেখি করছি সাধ্যমতো। সবাই দোয়া করবেন।’
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর বিভাগের দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিন্টু শনিবার সন্ধ্যা সাতটার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.