কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আচমকা মাটির নিচে চলে গেল আস্ত বাড়ি, নিখোঁজ ১!

গভীর রাতে হঠাৎই ভয়ংকর ভূমি ধসে মাটির নিচে চলে গেল আস্ত একটি পাকা বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় এক মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুক্রবার রাতে ভয়ংকর এই ঘটনার ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার জামবাদ এলাকা। জানা গেছে, শুক্রবার রাত দু'টা নাগাদ ওই এলাকায় ভূমি ধস হয়। প্রায় এক হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে ধস বলে প্রাথমিক অনুমান। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টিরও বেশি বাড়ি। প্রায় ৫০-৬০ ফুট গভীরতা ধসের। এরই মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজ মহিলার নাম শেখ শাহানাজ বানু। নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ইসিএলের বাসিন্দারা। এই ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ইসিএলের উদাসীনতায় যথেষ্ট ক্ষুব্ধ তিনি। বিধায়ক বলেন, 'ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও এখনো মেলেনি কোনো ঘর। মানুষ মরে গেলেও তাদের কোনো চিন্তা নেই।' তবে ঘটনাস্থলে এখনো দেখা মেলেনি ইসিএলের কর্মকর্তাদের। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পথ অবরোধও শুরু করেছেন স্থানীয়রা। সূত্র- সংবাদ প্রতিদিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন