নাগরিকদের ওপর নজরদারি চালাতে ডিএনএ ডেটাবেস বানাচ্ছে চীন?

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ জুন ২০২০, ১১:১৭

চীনের নাগরিকদের ওপর নজরদারি চালানোর জন্য জিনতত্ত্ব ব্যবহারের অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দ্য ইকনমিক টাইমস এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীনের ৭০ কোটি পুরুষের রক্তের নমুনা নেওয়া শুরু হয়েছে। ওই রক্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে ব্যবহার করবে রাষ্ট্র।

নাগরিকদের ওপর নজরদারির জন্য ডিএনএ ডেটাবেস তৈরি করতে ২০১৭ সাল থেকে কাজটি শুরু করেছে বেইজিং। অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটে প্রকাশিত এক রিপোর্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোনো পুরুষের রক্তের নমুনা থেকে তার আত্মীয়ের ওপরও নজরদারি চালাতে সক্ষম হবে চীনা প্রশাসন। 

এ বিষয়ে বেইজিংকে সাহায্য করছে মার্কিন সংস্থা থার্মো ফিশার। চীনকে নজরদারির যন্ত্রাংশ বিক্রির জন্য এরই মধ্যে নিজ দেশে সমালোচিত হয়েছে ওই মার্কিন সংস্থা।  ম্যাসাচুসেটসের সংস্থাটির সঙ্গে যৌথ উদ্যোগে চীন সফল হলে, এই নজরদারি পদ্ধতিকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের তীব্র আশঙ্কা করছেন বিশ্বের মানবাধিকার কর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও