ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত (ভিডিও)
বিনোদন জগতের হাতছানি বহু দিন আগেই আকৃষ্ট করেছিল সুশান্ত সিং রাজপুতকে। তিনি ছিলেন শাহরুখ খানের ভক্ত। শাহরুখের মতই দূর থেকে এসে বলিউডে নিজের সাম্রাজ্য গড়ার স্বপ্ন ছিল সুশান্তের চোখেও। কিন্তু হঠাৎই ঘটল ছন্দ পতন। মুহূর্তে ভেঙে গেল সুশান্তের সব স্বপ্ন। এক পা এক পা করে মৃত্যুর পথে এগিয়ে গেলেন তিনি সকলের অলক্ষ্যেই।
বলিউডে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও একসময় ড্যান্সগ্রুপের সদস্য ছিল সুশান্ত সিং রাজপুত। এমনকি ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন এই অভিনেতা।
জানা যায়, ছোট পর্দায় কাজ শুরুর আগে শমক ডাভর ডান্সট্রুপের সদস্য ছিলেন সুশান্ত সিং। সেই ডান্সট্রুপের হয়ে মেলবোর্নে গিয়েছিলেন। ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে নেচেছিলেন ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। এছাড়া ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পিছনে নাচতে দেখা গিয়েছে সুশান্তকে। এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত বলেছিলেন, ‘ধুম এগেইন’ গানেও ঐশ্বরিয়ার ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.