You have reached your daily news limit

Please log in to continue


লাদাখ সীমান্তে উড়ছে ভারতের অত্যাধুনিক বিমান ও হেলিকপ্টার

ভারত-চীন উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। লাদাখ সীমান্তে প্রবল হচ্ছে যুদ্ধ সম্ভাবনা। এবার লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গেল ভারতীয় বাহিনীর অন্যতম বিধ্বংসী হেলিকপ্টার চিনুক। পাশাপাশি ইন্দো-চীন নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিমানও যুক্ত করা হয়েছে।লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছে ভারতের পিএইটআই বিমান। আকাশ থেকে সমুদ্রের তলদেশে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকলাম বিবাদের সময়ও নজরদারি চালিয়েছিল। পিএইটআই বিমানে ভূমি ও পানি থেকে ছোড়া অস্ত্র ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যবহার করে। অন্যদিকে, গালওয়ান সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীনও। ভারতের দাবি, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সীমান্তে নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুদ করছে চীন সেনারা। পাশাপাশি, প্যাংগং সোতেও চীন সেনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেছে। তবে প্যাংগং এলাকাকে নিজেদের কাছে ধরে রাখতে প্রস্তুত ভারতও। প্যাংগংয়েও সেনা পাঠিয়েছে ভারত। ভারতের দাবি, গালওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাবু গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি এলাকাতেও সেনা বাড়িয়েছে চীন। চীনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন